নিজস্ব প্রতিনিধি: গত ২২ সেপ্টেম্বর তামিলনাড়ুর ডিএমকে দলের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে পুরোনো ক্যাসেট আরও একবার বাজানো হয়েছে — RSS গান্ধী হত্যাকারী। তাও আবার বীর সাভারকরের নির্দেশে! এই ব্যাপারে কংগ্রেসের বিভিন্ন নেতা মাঝে মাঝে বিষোদ্গার করতো, সব শেষে রাহুল গান্ধী এই অভিযোগ করেও পরে হাত জড়ো করে ক্ষমা চেয়েছেন।
ডিএমকে ভাবছে, বার বার খবরে কংগ্রেসের নাম আসছে, তাই তারাও এই প্রতিযোগিতায় নেমে পড়েছে। যাই হোক, সঙ্ঘের তরফ থেকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে এই বিষয়ে মামলার রায় শুনিয়ে দেওয়া হয়েছে। ডিএমকে যদি নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে আদালতে যাওয়ার সতর্কবাণীও সঙ্ঘের তরফে উচ্চারিত হয়েছে। কংগ্রেস – ডিএমকের খবরে ভেসে থাকার এই নীতিকে দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ আগের মতোই জবাব দেবে বলে সঙ্ঘ মনে করে।
