নিজস্ব প্রতিনিধি: গত ৩ অক্টোবর, বেলুড় মঠে অভেদানন্দ অডিটোরিয়ামে “স্বস্তিকা”-র ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পূজনীয় সরসঙ্ঘচালক ডা. মোহনরাও ভাগবত। ওই দিন রাত ১১ টার সময়ে কলকাতায় ৯এ, অভেদানন্দ রোড স্থিত সঙ্ঘের পূর্ব ক্ষেত্রের কার্যালয় — কেশব ভবন ঘিরে ফেলে রাজ্যের শাসক দল আশ্রিত একদল দুষ্কৃতী।বর্ষণসিক্ত রাতে কলকাতার রাস্তাঘাট যখন জনমানবহীন, তখন সেই অন্ধকারে মারমুখী মেজাজে কেশব ভবনের সামনে জমায়েত করে তারা। অজ্ঞাত কারণে তাদের এই অতর্কিত হানাদারিতে স্থানীয় বড়তলা থানা ও কলকাতা পুলিশ নির্বিকার, নিষ্ক্রিয় ও নিশ্চুপ থাকে। হানাদাররা সঙ্ঘ ও সরসঙ্ঘচালকের উদ্দ্যেশ্যে ছাপার অযোগ্য, অভদ্র, অশ্লীল ভাষায় গালিবর্ষণ করে। এর কিছু পরে রাত পৌনে ১২ টা নাগাদ তাদের তল্পিবাহক কিছু স্থানীয় মিডিয়া সহ তারা আবার ফিরে আসে, এবং ফের কেশব ভবনে ঢোকার চেষ্টা করে। সরসঙ্ঘচালকজীর সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর বাধায় তাদের আক্রমণ সফল হয়নি।তাদের এই অপরাধমূলক আচরণ, ও পুলিশের এই নীরব, নির্লজ্জ ভূমিকা চরম নিন্দনীয়। পশ্চিমবঙ্গে এইসব অশুভ, অপরাধী শক্তির উত্থান দুশ্চিন্তার বিষয়। কেন্দ্র এই বিষয়টাকে খুব উদ্বেগের দৃষ্টিতে দেখছে বলে সূত্রের খবর। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে।