দেশের নাম ইন্ডিয়া থাকবে না ভারত হবে, এই বিতর্কের মধ্যেই গুগল ম্যাপে দেখা যাচ্ছে ‘ভারত’ নামটি। যদি কেউ গুগল ম্যাপের সার্চ বক্সে ইন্ডিয়া টাইপ করেন, তাহলে তেরঙা পতাকা দেখা যাবে। যার ওপরে লেখা রয়েছে ‘ভারত, এ কান্ট্রি ইন সাউথ এশিয়া’। গুগল ম্যাপে হিন্দি কিংবা ইংরাজিতে ইন্ডিয়া লিখলে গুগল ফলাফল হিসেবে শুধুমাত্র ভারত দেখাবে। অর্থাৎ গুগল ম্যাপ ইন্ডিয়া ও ভারত উভয়কেই দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে কোনও ব্যবহারকারী যদি গুগল ম্যাপে ভারতের সরকারি মানচিত্র দেখতে চান, তবে তাঁরা ইংরাজি বা হিন্দিতে গুগল ম্যাপে ইন্ডিয়া বা ভারত লিখে তা করতে পারেন। তবে এই ব্যাপারে গুগলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। শিগগিরই এই ব্যাপারে গুগলের তরফে বিবৃতি দেওয়া হতে পারে।