ক্ষমতা হস্তান্তর ১৫ আগস্ট এবং মধ্য রাত্রে কেন? (১৮৭৪-১৯৩৭)
ডাঃ মধুসূদন পাল
কোনো কোনো মহল থেকে বলা হয়, ১৫ আগস্ট ঋষি অরবিন্দের জন্মদিন। তাই ওই দিনটিকেই ক্ষমতা হস্তান্তরের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু ইতিহাস তো ভিন্ন কথা বলে! ১৯৪৫ সালের ডিসেম্বরে দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বীর সৈনিকদের বিচারের প্রতিবাদে সমগ্র ভারতবর্ষে শুরু হয় প্রবল আন্দোলন। এর অব্যবহিত পরে ১৯৪৬-এর প্রথমেই শুরু হলো তীব্র নৌবিদ্রোহ। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ব্রিটিশ অনুভব করে, ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ভাইসরয় ওয়াভেল ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে আলাপ আলোচনা করে কার্যকরী কোনো বোঝাপড়ায় আসতে ব্যর্থ হন। ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী এল্লি সিদ্ধান্ত নিলেন ওয়াভেলকে সরিয়ে ভারতবর্ষের নতুন ভাইসরয় হিসেবে মাউন্টব্যাটেনকে
নিয়োগের। সেই অনুসারে মাউন্টব্যাটেন ইংল্যান্ড থেকে দিল্লি এসে পৌঁছালেন ২২ মার্চ ১৯৪৭। ভাইসরয় হিসেবে শপথ নিলেন ২৪ মার্চ।
১৫ জুলাই ১৯৪৭। ইংল্যান্ডের হাউস অব কমন্সে পাশ হলো ‘ইন্ডিয়ান ইনডিপেনডেন্স বিল’। হাউস অব লর্ডসে বিলটি পাশ হলো ১৬ জুলাই। একই সঙ্গে পরিবর্তন করা হলো ‘দ্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৫’। উল্লেখ্য, প্রাথমিকভাবে ক্ষমতা হস্তান্তরের দিন স্থির হয়েছিল জুলাই ১৯৪৮। তাহলে, দিনটা
কেন এগিয়ে আনা হলো?
উত্তর হলো, পরিস্থিতির বাধ্যবাধকতা। মাউন্টব্যাটেন ভারতবর্ষে পা রেখেই বুঝতে পারলেন পরিস্থিতি খুবই অগ্নিগর্ভ। তাছাড়া রয়েছে ‘ডেড ঘোস্ট’-এর এদেশে আগমনের বাড়তি আশঙ্কা। তাই অস্বাভাবিক দ্রুততায় ক্ষমতা হস্তান্তর করে মাউন্টব্যাটেনের ভারতবর্ষ ত্যাগের এই সিদ্ধান্ত। সেই অনুযায়ী পাকিস্তান ও ভারতকে ক্ষমতা হস্তান্তরের দিন ঠিক হলো যথাক্রমে ১৪ ও ১৫ আগস্ট ১৯৪৭। ভারতের ক্ষেত্রে সময়টা নির্ধারণ করা হয়েছিল ১৫ আগস্ট মধ্য রাত্রে।
১৫ আগস্ট দিনটি নির্ধারণের উত্তর পাওয়া যাবে মাউন্টব্যাটেনের নিজের বক্তব্য থেকে। তিনি বলছেন,
“I knew it had to be soon. I hadn’t worked it out exactly then- I thought it had to be about August or September and
I then went to the 15th of August. Why? Because it was to the second anniversary of Japan’s surrender. And I knew the
thing was to have a date. And however much I consulted my staff, they would all give me different dates, later dates, and this ludicrously early date really put the cat among the canaries, frightened them all.”
(Mountbatten and the Partition of In- dia-Lorry Collins & Dominique Lapierre. Pub. by Tarang Paper backs, a division
of Vikas Publishing House Pvt. Ltd. Ghaziabad U.P. India, 1983, P-72)
অর্থাৎ ‘আমি জানি এটা (ক্ষমতা হস্তান্তর) দ্রুত করতে হবে। তারপর ভাবলাম এটা হবে ১৫ আগস্ট। কেন? কারণ, এটা হলো জাপানের পরাজয়ের দ্বিতীয় বার্ষিকী। প্রতিটি ঘটনার একটা দিন থাকে। যাইহোক, আমি আমার স্টাফদের সঙ্গে যতই আলোচনা করব, ততই ভিন্ন ভিন্ন দিনের কথা উঠবে। অমি তো চাই খুব শিঘ্রি একটা দিন। আমি একটা বিড়াল ছেড়ে দিলাম, যাতে সবাই সন্ত্রস্ত হয়।’
তৎকালীন অনেক গণ্যমান্য কংগ্রেস নেতা ১৫ আগস্ট দিনটি অশুভ বলে পরিবর্তনের অনুরোধ জানালেও মাউন্টব্যাটেন নিজ সিদ্ধান্তে অটল থাকেন।
তখন কংগ্রেস নেতৃত্ব মধ্য রাত্রিকে বেছে নেন। মধ্য রাত্রির অর্থ দিনটি ১৫ কিংবা ১৬ কোনোটিই নয়- শুভাশুভের ঊর্ধ্বে। মাউন্টব্যাটেন কংগ্রেস নেতাদের
এই অনুরোধ মেনে নিয়েছিলেন।